বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক ::: মুম্বাইয়ের এক বহুতল ভবনে সম্প্রতি ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ভবনেই থাকেন অভিনেত্রী পুনম পাণ্ডে। ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি অভিনেত্রী। অগ্নিকাণ্ড থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরেছে তার পোষ্য কুকুরটিও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই কথা জানিয়েছেন পুনম নিজেই।

জানা গেছে, আগুন লাগার সময় অভিনেত্রী পুনম পাণ্ডে বাড়িতে ছিলেন না। তবে বাড়িতে ছিল তার পোষ্য কুকুর সিজার। সৌভাগ্যক্রমে অক্ষত রয়েছে তার পোষ্য। পুনমের বাড়ির পরিচারক যারা, তাদের চেষ্টাতেই সঙ্গে সঙ্গে বের করে আনা হয় সিজারকে। আপাতত সে অভিনেত্রীর বোনের কাছে রয়েছে।

এ ভবনে কীভাবে আগুন লাগল তার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। পুনম যে ভবনে থাকেন, সেখানে হঠাৎই দেখা যায় আগুন লেগেছে। কিন্তু কোথা থেকে কীভাবে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। এ সময়ে স্থানীয় দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে।

ভবনে আগুন লেগেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে রাজন নামে এক বাসিন্দা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীদের। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে নেমে পড়েন রাজনও। এ কারণে এখন সবাই রাজনের তুমুল প্রশংসা করছেন। তার তৎপরতায় প্রাণ বেঁচেছে সবার। এ ঘটনার খবর প্রকাশ্যে আনেন পাপারাৎজি ভিরল ভয়ানি।

নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী পুনম পাণ্ডে বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে আগুন লাগার ফলে তার ঘরের বেশ কিছু অংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা ছবি ও ভিডিও থেকেই বোঝা যাচ্ছে।

তবে এদিন ছবি পোস্ট করে পুনম লেখেন, ‘এই পুরো আগুন লাগার ঘটনায়, আমার মন্দিরের কিছু হয়নি। ঈশ্বরের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার সিজার একেবারে সুস্থ আছে। আমার কর্মচারী, আমার বোন সবাই ভালো আছে। হ্যাঁ, বাড়িটা পুড়ে গেছে কিন্তু আত্মারা ভালো আছে।’

অভিনেত্রী পুনম পাণ্ডেকে সব শেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো ‘লক আপ’-এ। নিজের জীবন সম্পর্কে ও বিয়ে নিয়ে একাধিক তথ্য প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী সেই শোয়ে। ‘লক আপ’ রিয়েলিটি শোয়ের উপস্থাপনা করেছিলেন কঙ্গনা রানাউত। এটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp