নিজস্ব প্রতিবেদক ::: আজ ১১ ফেব্রুয়ারি বরিশালের উদীয়মান তরুণ সাংবাদিক ও বহুল প্রচারিত দৈনিক আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের জন্মদিন। এই দিনে তিনি বরিশালের চরবাড়ীয়ায় তার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন।
বয়সে অনেকের চেয়ে অনুজ হলেও কর্মদক্ষতার কারণে বরিশালের সর্ব মহলে সুনাম অর্জন করেছেন তিনি। এমনকি তিনি সাংবাদিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে মারুফ হোসেন তালাশ বিজনেস কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অবশ্য ২০১০ সালে জাতীয় ‘শীর্ষ খবর’ পত্রিকার মাধ্যমে মারুফ হোসেনের হাতেখড়ি শুরু হয়। এছাড়াও তিনি বরিশালের বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্পাদক ফোরাম, বরিশাল বিভাগের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।