উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে চেয়ারম্যান এর বিরুদ্ধে অপপ্রচারের মিশনে নেমেছে মহিলা আওয়ামী লীগ নেত্রী।
১৯ সেপ্টেম্বর দুপুর দুই টার দিকে বামরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম (৪২) এর উপর অজ্ঞাতরা হামলা চালায়। সে ঘটনাকে পুঁজি করে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে কতিপয় অসাধু চক্ররা।
এদিকে হামলার বিষয়ে সাংবাদিকরা তথ্যে সংগ্রহে গেলে আওয়ামী লীগ নেত্রী বিলকিস বেগম বলেন ভিন্ন কথা। তিনি বলেন- তাকে তার স্বামী হামলা চালিয়েছে। আবার বলেন এক যুবক তাকে কুপ্রস্তাব দেয়। কিছুক্ষন পরে বলেন ইউপি চেয়ারম্যান তাকে কুপ্রস্তাব দেয়।
আরো বলেন- হামলাকারীদের চিনতে পারি নাই। তাই মামলা দায়ের করার ইচ্ছে নেই।
সূত্রে জানা যায়- বিলকিস বেগমের স্বামী মুগাকাঠী গ্রামের মৃত কাদের খানের ছেলে সাজাহান খান। এমনকি তাদের মধ্যে মামলা চলমান রয়েছে।
এ ব্যপারে বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সরদার জানান- তার উপর হামলার বিষয়টি শুনেছি।
ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী বেগম জানান- মারধরের বিষয়টি লোকমুখে শুনে আহতকে দেখার জন্য হাসপাতালে যাই। এছাড়া আর কিছু আমার জানা নেই।
ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন হাওলাদার জানান, আমি বার বার বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়ীত্ব সুনামের সহিত পালন করে আসছি। মূলত আমার সুনামে ইর্শাম্বিত হয়ে একটি অসাধু চক্র তাদের ফায়েদা হাসিল করার জন্য ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
ওই অপপ্রচার কারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।