বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে গোখাদ্যে আগুন দিয়ে শত্রুতা

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুরে গোখাদ্যের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ২ টার দিকে উপজেলার কালিহাতায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়- উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা ৩নং ওয়ার্ডের রুবেল ঘরামীর গোখাদ্যের পালায় শনিবার রাত ২ টার দিকে দূর্বৃত্তরা আগুন দেয়। এতে সম্পূর্ণ গোখাদ্য (খড়কুটা) পুড়ে যায়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন হয়।

ভুক্তভোগী অটোচালক রবিউল ঘরামী জানান, আমি গরীব অসহায় আমার গোখাদ্যের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এমনকি কিছুদিন পূর্বেও আমার অটোগাড়ির ব্যাটারি চুরি হয়। আমি খুব দুশ্চিন্তায় আছি।

এ ঘটনায় উজিরপুর মডেল থানার এসআই মোঃ আলমগীর হোসেন জানান- বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে অচিরেই দোষীদের সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp