বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে জমিজমা বিরোধের জেরে এক বৃদ্ধকে কোপানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার ::: পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত মোফাজ্জল হোসেনকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোফাজ্জল ওই গ্রামের মৃত হাফেজ খানের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, মুরগীর খাবার আনতে আমি ইচলাদী বাসস্ট্যান্ডে রওয়ানা হই। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে আমার পথরোধ করে প্রতিপক্ষ সফিকুল খান, সাকিব খান,কাওসার খান,রফিক খান,সোহেল খান, আরিফ খান,নুর আলমসহ ৩/৪ জন যুবক। একপর্যায়ে আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। একপর্যায়ে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাছাড়া হামলার সময় আমার পকেটে থাকা নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। তবে এ ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে উজিরপুর থানার ডিউটি অফিসার বলেন, হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp