বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৩

নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি ::: বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন গুরুত্বর আহত হয়েছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

আহত ও অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার সাতলা ৬ নং ওয়ার্ডের মোঃ রহিম হাওলাদারের সাথে মোসলেম হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৭ ডিসেম্বর সকাল ১০ টায় রহিম হাওলাদার গংরা তাদের পৈত্রিক ভোগদখলীয় জমিতে ধানের বীজ রোপণ করতে গেলে একই এলাকার মোসলেম হাওলাদার ও তার ছেলে ইয়াছিন হাওলাদার মেয়ে ফাতেমা আক্তার ও মাকসুদা বেগম মিলে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন রহিম হাওলাদার ও তার স্ত্রী নেহেরুন বেগম, ছেলে পলাশ হাওলাদার। আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। ঘটনার দিন আহত রহিম হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp