উজিরপুর প্রতিনিধি :: উজিরপুরে বঙ্গবন্ধু সাহিত্য পরিষেেদর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ আ.ন.ম আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম বক্তিয়ার।
২০২১ সালের প্রথম দিন শুক্রবার সকাল ১০টায় ধামুরা বন্দরে ডাঃ আ.ন.ম আব্দুল হাকিমের সভাপতিত্বে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদে কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সহ-সভাপতিত নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা কবি এস,এস জয়নুল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা এম. জাকারিয়া মাষ্টার, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম ইরান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোঃ ফখরুল ইসলাম, শিক্ষক ভবতোষ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক মোঃ রাসেল মাষ্টার, সাহিত্য সম্পাদক মোঃ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস জুঁই, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম প্রমূখ।
উজিরপুরে প্রথম বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের কমিটি গঠিত হয়েছে।