নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে কয়েক শত ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫ টায় বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে বিএনপির ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় উপস্থিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম আহ্বায়ক এসএম আলাউদ্দিন, সরদার সিদ্দিকুর রহমান, এ্যাড. আসাদুজ্জামান বাদশা,বিএনপি নেতা প্রভাষক মজিবুর রহমান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, মোঃ রফিকুল ইসলাম সিকদার, মোঃ আশ্রাব মোল্লা, খায়রুল বাশার, সবুজ মোল্লা, সুজন হাওলাদার, মোঃ তারেক, মোঃ মাইনুদ্দিন হাওলাদার, মিজান সিকদার, হাবিব হোসেন, অভিভাবক মোঃ জামাল মোল্লা, রাসেল মোল্লা, শহিদুল হাওলাদার, ফিরোজ হাওলাদার, রবিউল হাওলাদার,বাবুল সিকদারসহ শত শত নেতাকর্মী।
একাধিক বিএনপি নেতা ও অভিভাবকরা জানান, গত ৩ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কুদ্দুস হাওলাদারসহ কতিপয় অসাধুরা মিলে তড়িঘড়ি করে ওই প্রতিষ্ঠানের অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতা মোঃ জামাল হোসেন হাওলাদার,অফিস সহকারী পদে মোঃ আল আমিন, নৈশ প্রহরী পদে মোঃ সুজন,আয়া পদে ঝুমুর বালাকে মোট অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়। এরপর নিয়োগ প্রাপ্তদের ৭ দিন কার্য দিবসের মধ্যে স্কুলে যোগদানের নিয়ম থাকলে ৩ মাস অতিবাহিত হলেও তারা কেউ যোগদান করেননি। তবে দুই দিন পূর্বে আল আমিন স্কুলে যোগদান করতে গেলে স্থানীয়রা দেড়িতে যোগদান করতে আসায় নানা প্রশ্ন করে এবং কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা অফিস সহায়ক মোঃ জামাল হোসেন অভিভাবকদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এরই প্রেক্ষিতে ২৮ অক্টোবর রাতে দুর্বৃত্তরা বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশে কয়েকশত ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়ে ফেলেছে। এর প্রতিবাদে জল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা আওয়ামীলীগসহ ছাত্রলীগের বিরুদ্ধে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম দাহারিয়া জানান, আমাকে তৎকালীন প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন কোন কাগজপত্র বা হিসেব নিকাশ কিছুই বুঝিয়ে দেননি। নিয়োগের বিষয়ে আমি কিছুই জানিনা।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন জানান, ব্যানার ও ফেসটুন ছিড়ে ফেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ২৯ অক্টোবর বেলা ১১ টায় উজিরপুর মডেল থানার এসআই শহিদুল ইসলামসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে।