নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার ব্যক্তিগত তহবিল থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার উজিরপুরের শোলক ইউনিয়নে আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এমপির পক্ষে একশত কম্বল হস্তান্তর করেন বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান সোহেল কবিরাজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আব্দুল হালিম সরদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আলমগীর বালী, সাবেক থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বালী, আওয়ামী লীগ নেতা কিরন তালুকদার, যুবলীগ নেতা জসিম জামাদার, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আকন, সাংগঠনিক সম্পাদক এফ এম সৈকত, সহ সম্পাদক রফিকুল ইসলামসহ সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রহমান সোহেল কবিরাজ বলেন, গরিবের এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা সব সময় জনগণের কথা চিন্তা করেন তাই তার এমন উদ্যোগ। অতীতে তিনি এরকম অনেক কর্মকান্ড পরিচালনা করেছেন ভবিৎষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা উজিরপুর ও বানারীপাড়ায় শীতার্তদের মাঝে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করেছেন।