নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে অন্যের জমি জোরপূর্বক দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোসাঃ শিউলি আক্তারের পরিবারের দাবি- তাদের ক্রয়কৃত জমির উপর দিয়ে রাতের আঁধারে বালু ফেলে রাস্তা নির্মাণ করে এবং বাড়ির রাস্তার নাম দেয় জিয়া সড়ক। রাতে সাইনবোর্ড টানায় খোকন বয়াতী, মিজান বয়াতীসহ বয়াতী বাড়ির লোকজন।
ভুক্তভোগীরা আরো জানায়- পূর্ব থেকেই আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আমরা বেশ কয়েক বার আহতও হয়েছি, নিরুপায় হয়ে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছি।
এ ঘটনা ঘটিয়েছে হস্তিশুন্ড গ্রামের খোকন বয়াতি, ফাহাত বয়াতীসহ তার বাড়ির পরিবারবর্গ। ১২ মে রাতে ও দিনে জমির মধ্য দিয়ে রাস্তা তৈরি করে রাতে সাইনবোর্ড টানিয়েছে। যা আমাদের এলাকাবাসী জানিয়েছে। যা সকালে আমরা দেখেছি। পরে বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানিয়েছি। পরে সাইনবোর্ড খুলে ফেলে।
এরআগেও বিভিন্ন সময় তাদের নামে অভিযোগ দিয়েছি পুলিশ-সেনাবাহিনীর কাছে, কিন্তু বিচার পাইনি।
এ ঘটনা থেকে মুক্তি পেতে আমরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছি।
এলাকাবাসী অভিযুক্তদের বিষয়ে বলেন- রাজনৈতিক নেতাদের নাম ব্যাবহার করে এই গ্রুপ বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে জোরজবরদস্তি করে জমি দখল করে। আরো বলেন- এই জমি নিয়ে বিভিন্ন হয়রানি হচ্ছে প্রকৃত মালিকরা। তাই দোষীদের আইনের আওতায় আনা দরকার।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তা সম্ভব হয়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।