নিজস্ব প্রতিবেদক ::: বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর কমিটির আহ্বায়ক এলবার্ট রিপন বল্লভের নামে ফেইক আইডি খুলে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগের পক্ষেও নানান প্রচারণা চালানো হয়। এবং এলবার্ট বল্লভ (Albert Bollove) নামের ফেইক আইডিটি শেষে বরিশালের একাধিক পরিচিত ফেসবুক বন্ধুর পোস্টের নিচেও নেতিবাচক কমেন্ট করে।
এলবার্ট রিপন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের বরিশাল কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকজন ফেসবুক বন্ধু অবহিত করেন যে তার নামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। এরপরে তিনিও মোবাইলে ফেসবুক সার্চ করে অপপ্রচারের প্রমাণ পান।
এই সাইবার সন্ত্রাসের ঘটনায় এলবার্ট রিপন বৃহস্পতিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন (যার নম্বর ১০৪২ তারিখ ১৫/৫/২০২৫)।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) জানান, সাধারণ ডায়েরিটি সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদমর্যাদার একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুত্বের সাথে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’