নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ৫নং মধ্য কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত জাহানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের ৫নং মধ্য কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার জন্য অভিভাবকরা বদলী চেয়ে আবেদন জানান।
অভিভাবকরা বলেন, ভর্তি ফরম ভর্তি ও প্রত্যয়ন বাবদ অভিভাবকের কাছ থেকে বাধ্যতামূলক অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন প্রধান শিক্ষিকা নুসরাত জাহান। বিদ্যালয় প্রাঙ্গনে ঝড়ে উপড়ে পরা, চাম্বল ও মেহেগনি গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। তিনি বিদ্যালয়ে সময়মত আসেন না ও সময়ের পূর্বেই বিদ্যালয় ত্যাগ করেন। কোন শ্রেণি পাঠদানে অংশগ্রহণ করেন না। প্রতিটি প্রান্তিক মূল্যায়নে মূল্যায়নপত্র শিক্ষার্থীদের খরচে নিয়ে পরীক্ষার হলে আসতে বলা, প্রায় ৫ বছর যাবৎ শ্রেণিকক্ষে বৈদ্যুতিক পাখা না থাকায় কোমলমতি শিশুদের অসহনীয় কস্ট ও পাঠে অমনোযোগী হওয়াসহ জর, সর্দি, কাশিসহ বিভিন্ন রোগে ভুগছে যেটা আমরা অভিভাকগণ মেনে নিতে পারছি না। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটার ও বিজয় দিবসে স্কুলে আলোকসজ্জা করেন নি।
এ বিষয়ে প্রধান শিক্ষিকা নুসরাত জাহানের মুঠোফোনে কল দিলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের স্কুলের কিছু ভবনের পলেস্তারা খসে পড়ায় ফ্যান ব্যবহার করা ঝুঁকি হয়ে যায়। তাঁর জন্য ফ্যান ঝুলানো হয়নি। আর গাছ বিক্রি করা টাকা-পয়সা সহকারী শিক্ষকের মাধ্যমে স্কুলের কাজে ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি চক্র প্রভাবশালী রাজনৈতিক দলের নেতারা ষড়যন্ত্র করছে। আমি তাদের নাম প্রকাশে অনিচ্ছুক।