অনলাইন ডেস্ক ::: ভারত ও অস্ট্রেলিয়া প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ১৯ অক্টোবর। কিন্তু শেষ অবধি একরাশ মনখারাপ নিয়ে ঘরে ফিরতে হলো ভারতকে। ভারতীয় শিবিরে এখন চলেছে মন খারাপের বিলাপ।
স্বাভাবিকভাবেই বিশ্বকাপের হারের পর ভারতজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। আর এ পরিস্থিতিতেই আবেগঘন অবস্থায় দেখা গেছে আনুশকা ও বিরাট কোহলিকে।
ভারতের পরাজয়ের পর বিরাটকে জড়িয়ে ধরেন অনুশকা। স্বাভাবিকভাবেই অনুশকার চোখেমুখে বিষন্নতা ধরা পড়েছে। তাদের সেই ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে।
বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ভক্ত-অনুরাগীরা বিরাট ও আনুশকাকে স্বান্ত্বনা বাণী লিখছেন। বেশির ভাগই আনুশকার প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, প্রত্যেকেরই অনুশকার মতোই জীবনসঙ্গীনী দরকার। যে সবসময় আপনার দুঃখকষ্টে পাশে থাকবে। বিরাট কোহলি খুবই ভাগ্যবান।’ পাশাপাশি অন্য একজন লিখেছেন- ‘অনুশকা যেভাবে বিরাটকে সমর্থন করেছেন, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়’।