বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

গোলদাতাদের শীর্ষ দশে বাংলাদেশের মাত্র দু’জন!

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বিদেশিদের দাপট পুরোনো। ঢাকা প্রিমিয়ার লিগের পর বাংলাদেশ লিগ-চিত্রটা একই। লিগ শেষে বেশিরভাগ সময়ই সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকে বিদেশির নাম। এক যুগ আগে পেশাদার ফুটবল প্রবর্তণের পর থেকেও তাই। শনিবার শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগটা ছিল প্রফেশনাল ফুটবলের একাদশ আসর।

এই ১১ আসরে একবার মাত্র বাংলাদেশের কোনো ফুটবলার হতে পেরেছিলেন সর্বোচ্চ গোলদাতা। তৃতীয় আসরে আবাহনীর জার্সি গায়ে ২১ গোল করে এনামুল দেখিয়েছিলেন এ কৃতিত্ব। তারপর আর কোনো স্থানীয় ফুটবলার পড়তে পারেননি সর্বোচ্চ গোলদাতার মুকুট।

এবার তো প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়ে ফেললেন নাইজেরিয়ান এক ফুটবলার। গত লিগে শেখ জামালের জার্সি গায়ে রাফায়েল ওদোউইন হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা (১৫)। এবার জার্সি বদলেও তিনিই রাজার আসনে। শেখ রাসেলের হয়ে ২২ গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার তিনি।

বিদেশিদের দাপটের মধ্যে স্থানীয়রা কুলিয়ে উঠতে পারেননা বেশিরভাগ আসরে। এনামুলের ওই সর্বোচ্চ গোলদাতা হওয়া বাদ দিলে প্রিমিয়ার লিগে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১৭ গোল আছে আলফাজ আহমেদ ও নাবিব নেওয়াজ জীবনের। দ্বিতীয় আসরে শেখ রাসেলের জার্সি গায়ে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ১৭ গোল করেছিলেন আলফাজ। এবার আবাহনীর জার্সি গায়ে জীবন।

অনেক দিন পর স্থানীয় কোনো স্ট্রাইকারের গোল ২০ এর কাছাকাছি। এ সময়ের জাতীয় দলের প্রধান স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের এ কৃতি নিশ্চয়ই কিছুটা চিন্তামুক্ত করেছেন কোচ জেমি ডে কে। কারণ, সামনেই বিশ্বকাপের বাছাইয়ের মতো আসরে খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। সেখানে ভালো ফল করতে হলে একজন ভালো স্কোরারও যে চাই এ ইংলিশ কোচের।

যদি এগারটি প্রিমিয়ার লিগের স্থানীয়দের মধ্যে শীর্ষ গোলদাতাদের দিকে তাকালে আরো উঠে আসে জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, সাখাওয়াত রনি, ওয়াহেদ আহমেদ, তৌহিদুল আলম সবুজ ও সাজিদুর রহমানদের নাম। বিভিন্ন লিগে এরাই হয়েছিলেন স্থানীয়দের মধ্যে সেরা।

 

সদস্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫৬ ম্যাচে গোল হয়েছে ৪৩৯ টি। এর মধ্যে ১২ টি আত্মঘাতি। বেশিরভাগ গোলের মালিকই বিদেশিরা। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে বিদেশিরাই ৮ জন। দুই জন আছেন বাংলাদেশের। নাবিব নেওয়াজ জীবনের পাশপাশি চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মতিন মিয়া ১১ গোল নিয়ে আছেন এ তালিকায়। তবে জীবন দ্বিতীয় হলেও মতিন ১০ জনের তালিকায় সবার পর।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp