অনলাইন ডেস্ক :: সাভারের আশুলিয়ায় জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে যুবককে হত্যা করা হয়েছে। তার দুই চোখ খোঁচানো অবস্থায় ছিল। এছাড়াও গোপন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করা হয়েছে।