বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জনতার তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, ৭ দিন পর ভেসে উঠলো যুবকের মরদেহ

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ব্রিজের বিম চুরির সময় জনতার তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখাঁজ হয় শাওন হাওলাদার (৩৮) নামের এক যুবক। সাতদিন পর সোমবার সন্ধ্যায় উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ভুইয়া বাড়ি সংলগ্ন পোনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৬ জানুয়ারি নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

মারা যাওয়া শাওন হাওলাদার বরিশাল কোতয়ালী থানার পলাশপুরের হারেচ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ জানুয়ারি গভীর রাতে উপজেলার চিংগুড়িয়া গ্রামের ডিগ্রি খালের উপর ব্রিজ নির্মাণের জন্য পাড়ে রাখা লোহার ভিম চুরি করে ট্রলারে উঠানোর সময় স্থানীয় জনতা সাত জনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। এ সময় চোরের দলের অপর এক সদস্য শাওন হাওলাদার জনতার হাত বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। জনতা ও পুলিশ ওই রাতে এবং পরের দিন পর্যন্ত বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দিয়ে পোনা নদীতে বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি।

এদিকে, ভিম চুরির ঘটনায় নদমুলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার বাদী হয়ে ওই দিনই চিহ্নিত ৮ জন ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় চুরি মামলা দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার ‌ওসি মো. আসিকুজ্জামান জানান,সোমবার সন্ধ্যায় নিখোঁজ ওই যুবকের মরদেহ পোনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp