বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আ.লীগ কমিটির দাবী আমতলী মুক্তিযোদ্ধাদের

রেজাউল করিম ::: জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামী লীগ কমিটি গঠনের দাবী জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সভা ডেকে মুক্তিযোদ্ধারা এ দাবী জানান।

জানা গেছে, আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ কমিটির মেয়াদ গত ছয় বছর পুর্বে উত্তীর্ণ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কার্যক্রম। কেন্দ্রিয় আওয়ামী লীগের নির্দেশনা মতে উপজেলা আওয়ামী লীগ গত ৫ মে সভা ডেকে ইউনিয়ন ও পৌরসভার কমিটির গঠনের পুর্ব প্রস্তুতি হিসেবে বর্ধিত সভার তারিখ নির্ধারন করেন। উপজেলা কমিটির সভা অনুসারে ১৩ মে আঠারোগাছিয়া ও কুকুয়া, ১৪ মে আমতলী ও চাওড়া, ১৫ মে হলদিয়া ও আড়পাঙ্গাশিয়া, ২০ মে গুলিশাখালী ইউনিয়ন এবং ২১ মে আমতলী পৌরসভায় বর্ধিত সভা তারিখ নির্ধারণ করা হয়। ওই বর্ধিত সভার তারিখ নির্ধারনের পরে নড়েচরে বসে উপজেলা মুক্তিযোদ্ধারা। তারা বৃহস্পতিবার সভা ডেকে জামায়াত, শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামী লীগ কমিটি গঠনের দাবী জানিয়েছেন। আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন আহম্মেদ শানুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল আহসান নান্নু, আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, মোঃ আনোয়ার হোসেন ফকির ও সামসুদ্দিন আহম্মেদ, গোলাম মোস্তফা ও জয়নাল ফকির প্রমুখ।

আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার একেএম সামসুদ্দিন আহম্মেদ শানু বলেন, জামায়াত-শিবির ও শান্তি কমিটি মুক্ত আওয়ামী লীগ কমিটি করতে হবে। কমিটির মধ্যে কোন জামায়াত-শিবির ও শান্তি কমিটির লোক অন্তর্ভুক্ত করলে তা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, ওয়ার্ড কমিটি থেকে শুরু করে উপজেলা কমিটিতে মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp