বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জায়েদ খানের গ্রামে ডিগবাজি প্রতিযোগিতা, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক ::: ঢাকাই সিনেমার ‘ভাইরাল ম্যান’ অভিনেতা জায়েদ খান। নিজের কর্মকাণ্ডের কারণে সব সময় আলোচনায় থাকেন তিনি। যতটা অভিনয় করেন, তার চাইতে বেশি তাঁর ঘটনা! জায়েদ খান মানেই ভাইরাল কিছু। শোনা যায়, একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে ভুলে যান স্টেপ। তার জায়গায় দিয়ে বসেন ডিগবাজি। এরপর থেকেই তুমুল ভাইরাল জায়েদ খানের ডিগবাজি। যেখানে যান ডিগবাজি দেন, নয়তো এ প্রসঙ্গে কথা বলেন। এখন তাঁর সিগনেচার স্টাইলই হলো ডিগবাজি।

এবার সেই ডিগবাজি নিয়ে অভিনব এক প্রতিযোগিতার আয়োজন করেছেন জায়েদ খানের গ্রামের বাড়ি পিরোজপুরের বাসিন্দারা। ডিগবাজি নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন তাঁরা। প্রতিযোগিতায় অংশ নেন অনেকেই। বিজয়ী একজনকে মুঠোফোনও পুরস্কার দেওয়া হয়। সেই প্রতিযোগিতার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার পিরোজপুর।’

সম্প্রতি একটি অনুষ্ঠানে ডিগবাজি নিয়ে জায়েদ খান বলেছিলেন, ‘আমার ডিগবাজি মানুষের পছন্দ হয়েছে। ডিগবাজি এখন ব্র্যান্ড। আমি বিভিন্ন দেশে শো করতে গেছি, এত কষ্ট করে নাচছি, খুশি না। দর্শকেরা শুধু ডিগবাজির জন্য চিৎকার দিতে থাকে। একটা জায়গায় ভুল করে ডিগবাজি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছিলাম। সেটা যে এত ব্র্যান্ড হয়ে যাবে, ডিগবাজি জায়েদ খান। এটা সিগনেচার হয়ে গেছে।’

এবারের ঈদে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’ মুক্তি পেয়েছে। বেশ সাড়াও পেয়েছে সিনেমাটি। এ নিয়েও উচ্ছ্বসিত অভিনেতা। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীনসহ অনেকে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp