বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানের গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কে কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মনিরের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মামুন (৪৫)। তার বাড়ি নলছিটি উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাজারের প্রধান সড়কে উঠছিল মামুন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা এমদাদুল হক মনিরের গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহত মামুনের পরিবারের অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার বিষয়ে কথা বলার জন্য উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp