বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠিতে ট্রাকচাপায় প্রাণ গেল মাদরাসার খাদেমের

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠি জেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরে বাসন্ডা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবুল কালাম নেছারাবাদের এনএস কামিল মাদরাসার খাদেম। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।

ওসি শহিদুল বলেন, ‘ভোরে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ব্রিজের পশ্চিম পাড়ে একটি ট্রাক ওই খাদেমকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp