ঝালকাঠি প্রতিনিধি ::: ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশ বাংলা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পরিবার কল্যাণ প্রচার ও সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ডিসেম্বর) সকালে দেশবাংলা ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডক্টর জোহায়ের আলী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডক্টর মোস্তাফিজুর রহমান, ডক্টর নাঈম, আবাসিক মেডিকেল অফিসার, ডক্টর তৌফিক আনোয়ার, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা মারুফা খানম, দেশ বাংলা ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহিমা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বভিন্ন কর্মকর্তাবৃন্দ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতাধীন সেবা গৃহীতাবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কো-অর্ডিনেটর দেশবাংলা ফাউন্ডেশনের রিজা ফারুকী।