বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

টাইগারদের সাবেক কোচকে দলে ভেড়াল ফরচুন বরিশাল

অনলাইন ডেস্ক ::: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে সামনে রেখে নতুন করে দল গঠন করছে ফরচুন বরিশাল। সে উপলক্ষ্যে দলটির নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে যুক্ত করার পর নতুন করে প্রধান কোচও নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ ডেভ হোয়াটমোরকে নতুন করে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বরিশাল। আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি।

২০০৩-৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন ডেভ হোয়াটমোর। এ ছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেপালেরও দায়িত্ব সামলেছেন। এবার বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হলেন তিনি।

এদিকে, বিপিএলের আগের আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা তামিম ইকবাল এবার খেলছেন বরিশালের জার্সিতে। ইতোমধ্যে তাকে দলটির নেতৃত্বভার দেওয়া হয়েছে। এর আগে দলটিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মাহমুদউল্লাহরও।

অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের পাশাপাশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়কেও বরিশালের হয়ে খেলতে দেখা যাবে।

এছাড়া তামিমের দলে যুক্ত হচ্ছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক এবং মোহাম্মদ আমির। ফলে বেশ শক্তি-সামর্থ্য নিয়েই যে এবার বরিশাল মাঠে নামবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp