বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

টাকা ছাড়া সেবা মেলে না রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদে

এস এন পলাশ ::: বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ, এখানে টাকা ছাড়া কোনো ধরনের নাগরিক সুবিধা পায়না ইউনিয়নবাসী। ওয়ারিশ সার্টিফিকেট, জন্মনিবন্ধন, নাগরিক সনদ এমনকি মৃত্যু সনদে গুনতে হয় চেয়ারম্যান ও সচিবের নির্ধারিত অর্থ।

আর কেউ টাকা নি দিতে চাইলে তার সেবাও মেলেনা। আর এই অর্থ বাণিজ্যের বিষয়টি অকপটে স্বীকার করেন সচিব আতিকুর রহমান।

ইউনিয়নবাসী সূত্রে জানা যায়, রায়পাশা কড়াপুর ইউনিয়নে ওয়ারিশ সার্টিফিকেটের জন্য পাঁচশত টাকা নির্ধারিত এছাড়া চা খেতে সচিব আতিকুর রহমান ও চেয়ারম্যানের স্বজন মনুকেও দিতে হয় তিন থেকে পাঁচশো টাকা নাহলে মেলেনা ওয়ারিশ সার্টিফিকেট। একই ঘটনটা জন্মনিবন্ধনের ক্ষেত্রেও, সরকার নির্ধারিত পঞ্চাশ টাকা ফি হলেও এক্ষেত্রে গুনতে চার থেকে পাঁচশত টাকা। এমনকি নাগরিক সনদ ও মৃত্যু সনদেও টাকা দিতে হয় ইউনিয়নবাসীর।

সোলনা গ্রামের মাহাবু হাওলাদার, ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করেন। গতমাসে তার একটি নাগরিক সনদ দরকার হওয়ায় রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদে যায় সেটি আনতে। একটি নাগরিক সনদের জন্য সচিব আতিকুর রহমান ও চেয়ারম্যানের স্বজন মনু দুজনকে খুসি বাবদ গুনতে হয় তিনশো টাকা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আতিকুর রহমান, বলেন, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ বাবু পাঁচশত টাকা নির্ধারিত করে দিয়েছে। এছাড়া টুকটাক খরচ বাবদ টাকা নেয়ার বিষয়টিও তিনি অকপটে স্বীকার করেছেন যাহার রেকর্ডিং সংরক্ষিত।

চেয়ারম্যানের স্বজন মনু পরিষদের কোনো স্টাফ না হয়েও কেন জনগণের টাকা হাতাচ্ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মনুকে চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে রাখা হয়েছে তাই তার একটা খরচ বাবদ কিছু টাকা রাখা হয়।

ইউনিয়নবাসী বিনা টাকায় সেবা পাওয়ার কথা থাকলেও কেন আপনারা জনগণের টাকা নিচ্ছেন? এমন প্রশ্ন করলে উত্তেজিত হয়ে সচিব আতিকুর রহমান বলেন, দেশের সবকিছুর দাম বাড়তি সেগুলো দেখেন না? এসময় দাম্ভিকতার সহিত সচিব আতিকুর রহমান বলেন- আপনি নিউজ লিখলে লেখেন তাতে আমাদের কিছু হবেনা।

ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক আওয়ামীলীগ নেতা আক্ষেপ করে বলেন, নির্বাচনের আগে চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ বাবু অঙ্গিকার করেছিলেন যে আমি নির্বাচিত হলে ইউনিয়নবাসী সকল সুযোগ সুবিধা বিনা পয়সায় পাবে। অথচ সে চেয়ারম্যান হওয়ার পর তার রুপ পাল্টে যায়। এখন রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া কোনো সেবা মেলেনা।

তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ বাবু। তিনি বলেন- আমার জানা মতে কেউ কোন টাকা নেয় না যদি সচিব বলে থাকেন তিনি টাকা নেন এটা তার ব্যক্তিগত বিষয়।

এ বিষয় বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুধুমাত্র জন্মনিবন্ধন বাবদ সরকার নির্ধারিত পঞ্চাশ টাকা চার্জ। এছাড়া কোনো কিছুতেই কোনো টাকা-পয়সা লাগেনা। কেউ যদি এ রমক কাজ করে থাকেন তাহলে অবশ্যই সেটা বেআইনিভাবে নিয়েছে।

তিনি আরো বলেন- আমি খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নিবো।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp