অনলাইন ডেস্ক ::: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার এ কে খান মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ (৩৬) নামে মোটরসাইকেল আরোহী যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মাহমুদ নামের বাইক চালকও আহত হয়েছেন। নিহত সাজ্জাদ চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে। আহত মাহমুদ (৪০) নগরের বন্দর থানার কাটগড় নিউ টাউন এলাকার নুরুল ইসলামের ছেলে। মাহমুদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, পাহাড়তলীতে সড়ক দুর্ঘটনায় আহত ২ জনকে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ নামের একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।