বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঢাকার হ..ত্যা মামলায় পিরোজপুরে গ্রেফতার বিদ্যালয়ের প্রধান শিক্ষক

পিরোজপুর প্রতিনিধি ::: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে নিহত আশরাফুল ইসলাম হত্যা মামলায় পিরোজপুরের ভান্ডারিয়া এন.আই.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে ভান্ডারিয়া পৌরশহরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রধান শিক্ষককের পরিবারের দাবি তাকে হয়রানিমূলক আসামি করা হয়েছে। ঘটনার দিন ৪ আগস্ট ওমর ফারুক নিজ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়নপত্র রয়েছে।

জানা গেছে, গত ৪ আগস্ট সন্ধ্যা ৭ টায় ঢাকার মিরপুর মডেল থানার অদূরে সড়কে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে অংশ নেয়া আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহতের ভাই আমিনুল ইসলাম ১২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৯৯ জন নামীয় ও অজ্ঞাত পরিচয়ের ২০০জনকে আসামি করা হয়।

আদালত মিরপুর মডেল থানায় মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন। গত ২২ সেপ্টেম্বর মামলাটি মিরপুর মডেল থানায় এজাহারভুক্ত হয়। ওই মামলায় ভান্ডারিয়ার এন.আই.এইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুককে ৪০ নম্বর আসামি করা হয়।

গ্রেফতার প্রধান শিক্ষকের স্ত্রী ফাতিমা খানম বলেন, ‘আমার স্বামী ওমর ফারুক একজন নিরীহ মানুষ। তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভান্ডারিয়ায় ছিলেন। ঢাকায় যাননি। এছাড়া তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।’

তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আক্তার হোসেন মাসুম এর সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে অ্যাডভোকেট মাছুম বিদ্যায়লয়ের সভাপতি না হতে পেরে ষড়যন্ত্র করে আমার স্বামী ওমর ফারুককে সম্পূর্ণ অন্যায়ভাবে এ মামলায় আসামি দেখিয়েছে। শুধু তাই নয় আমার স্বামীকে হয়রানির জন্য আরও দুইটি মিথ্যা মামলায় আসামি করেছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের জন্য আবেদন জানাচ্ছি।’

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশরাফুল ইসলাম হত্যার দায়ে মিরপুর থানায় দায়েরকৃত হত্যা মামলায় শিক্ষক ওমর ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, প্রধান শিক্ষক মো. ওমর ফারুক মিরপুর মডেল থানার আশরাফুল ইসলাম হত্যা মামলার ৪০ নম্বর এজাহারভুক্ত আসামি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp