বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেস্ক ::: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প। বুধবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল মিয়ানমারের মাওলাইকে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্রে এর গভীরতা ছিল ৯৪ দশমিক ৭ কিলোমিটার।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মিয়ানমারের সাগাইং রিজিওনের মাওলাইক জেলার কাছে ভূমিকম্পটি হয়। এটি ভূমিকেন্দ্রের তলদেশে ৮৪ কিলোমেটার গভীরতায় আঘাত হানে। এটিকে প্রাথমিকভাবে ৫.৬ মাত্রার ভূমিকম্প হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছিল।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস রিপোর্টে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের কাছাকাছি ভূমিকম্পের কথাও বলা হয়েছে। তবে সেটা প্রমাণিত নয়। এই সম্ভাব্য ভূমিকম্পের মাত্রা বা গভীরতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp