নিজস্ব প্রতিবেদক ::: ঝালকাঠির নলছিটিতে শেখ আব্দুল কাদের-জাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে দুটি স্কুলের কৃর্তী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুল দুটি হচ্ছে ঐতিহ্যবাহী সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে।
নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ইকবাল হোসেনের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন শেখ আব্দুল কাদের-জাহানারা ফাউন্ডেশনের চেয়্যারম্যান ও বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস শেখ নেয়ামুল করিম, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফাউন্ডেশনের কার্যনির্বাহি সদস্য ব্যারিস্টার এস এম মইনুল করিম।
পৃথক অনুষ্ঠান সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশারের সভাপতিত্বে ও এস এ মাসুদের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- ফাউন্ডেশনের চেয়্যারম্যান ও বরিশাল বিএম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস শেখ নেয়ামুল করিম, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ফাউন্ডেশনের কার্যনির্বাহি সদস্য ব্যারিস্টার এস এম মইনুল করিম।
অনুষ্ঠানে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী কৃর্তী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ সহস্রাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এছাড়া শিক্ষাবিদ মো. খাইরুল বাশার ও মো. জলিলুর রহমান আকন্দকে সম্মানা প্রদান করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সকল শিক্ষার্থীকে সৎ ও সাহসী হওয়ার আহবান করেন।
প্রধান বক্তার বক্তৃতায় শেখ নেয়ামুল করিম সকল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার স্বপ্ন ও উচ্চ আকাঙ্খার আহবান করেন। বিশেষ অতিথির বক্তৃতায় ব্যারিস্টার মঈনুল করিম বলেন, শুধু ভাল ছাত্র হলেই হবে না সবাইকে ভাল মানুষ হতে হবে।