বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নারীকে খুনের পর আলু দিয়ে হৃদপিণ্ড রান্না!

নিজস্ব প্রতিবেদক ::: এক নারীকে হত্যার পর হৃদপিণ্ড ছিড়ে বের করেছেন এক ব্যক্তি। এরপর ওই হৃদপিণ্ড রান্না করে ওই নারীর দুই আত্মীয়কে খাওয়ান। পরবর্তীতে তাদেরও খুন করেছেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রের।

ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বছর বয়সী লরেন্স পল অ্যান্ডারসন ২০২১ সালে নৃশংস এ হত্যাকাণ্ড চালান। সেই সময় এর একমাসের কম সময় আগে তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন।

মুক্তি পাওয়ার পর লরেন্স আন্দ্রেয়া ব্ল্যাঙ্কেনশিপকে হত্যার পর হৃদপিণ্ড বের করে তার আঙ্কেল-আন্টির বাড়ি নিয়ে যান। এরপর তা আলু দিয়ে রান্না করে তাদের খাওয়ান।

এবিসি নিউজ বলছে, এসব খাওয়ানোর পর লরেন্স ৬৭ বছর বয়সী লিয়ন পাইকে এবং তার ৪ বছর বয়সী নাতনিকে হত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ডারসন হত্যা, আক্রমণ এবং পঙ্গুত্বের জন্য দোষী সাব্যস্ত হয়েছে এবং এই নিয়ে পরপর তার পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp