অনলাইন ডেস্ক :: টাঙ্গাইলে নিখোঁজের পাঁচদিন পর পুকুর থেকে শামন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম সাংবাদিকদের জানান, শামন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলো। সোমবার সকালে স্থানীয় পুকুরে লাশ ভাসতে দেখে তাকে খবর দেয় স্থানীয়রা। পরে তিনি এসে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।