বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে জমি বিক্রি না করায় তিন মাস ধরে ঘরছাড়া জেলে দম্পতি

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে বসতবাড়ির জমি বিক্রি করতে না চাওয়ায় মারধর করে এক জেলে দম্পতিকে বাড়িছাড়া করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে।

জানা গেছে, নান্নু ও ইয়ানুর দম্পতি প্রায় ১২ বছর আগে ২৬ শতাংশ জমি কিনে বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। তার আশে পাশের জমির মালিক হল এলাকার প্রভাবশালী দিদারুল আলম টুকু। দিদারুল অনেক বছর যাবত জেলে দম্পতিকে ভয় দেখিয়ে আসছে তার কাছে জমি বিক্রি করার জন্য। কিন্তু নান্নু ও ইয়ানুর জমি বিক্রি করতে রাজি না। এর ফলে দিদারুল আলম তার নিজ জমির চার পাশে কাঁটা তারের বেড়া দিলে জেলে দম্পতির হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। এরপরও জেলে দম্পতি জমি বিক্রি করতে রাজি না হওয়াতে তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সেই থেকে প্রাণের ভয়ে ৩ মাসের বেশি সময় ধরে নিজ বাড়িতে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছে নান্নু ও ইয়ানুর দম্পতি। শেষে নান্নু শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ভুক্তভোগী নান্নু প্যাদা বলেন, তাদের ক্ষমতা আছে দেইখা মোগ মতো গরিবের কথা কেউ শুনে না। অনেকবার ইউএন, চেয়ারম্যান, মেম্বারের কাছে বিচারের জন্য গেলেও তারা কোন বিচার করে নাই। এজন্য মাইর খাইয়া প্রাণে বাঁচতে নিজের ঘর থুইয়া শ্বশুরের বাড়ি আশ্রয় নিছি।

ইয়ানুর বেগম বলেন, খাইয়া নাখাইয়া মাছ ধরে বেইচ্চা টাকা দিয়া জমি কিন্না বাড়ি করছি। সেই জমি জোর করে কিন্না নিতে চায়। মোরা জমি বেঁচতে রাজি না হওয়াতে দিদারুল আলম তার জমির চাইর পাশে তারকাঁটার বেরা দিয়া মোগ হাঁটার রাস্তা বন্ধ কইরা দেয়। এতেও মোরা জমি বেঁচতে রাজি হই নাই। হের জন্য উনি আমাগো মাইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে।

অভিযুক্ত দিদারুল আলম টুকু বলেন, তাদের মারধর করার যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। তাদের বাড়ির পাশের জমিগুলো আমার হওয়াতে জমিতে বেড়া দিয়েছি।

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, আমি অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠাই। এসিল্যান্ড নিজে গিয়ে ঘটনা তদন্ত করেছে। খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp