বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে জামায়াতপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থীদের হা’ম’লা, আ’হ’ত ৩

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনী মনোনয়ন ফরম জমাদানকে কেন্দ্র জামায়াতপন্থী আইনজীবীদের ওপর বিএনপিপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীরা জামায়তপন্থী আইনজীবীদের নির্বাচনী প্রার্থী ফরম ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় নারী ও শিশু কোর্টের পিপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী (পটুয়াখালী) জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন শিকদার গুরুতর আহত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ আহত হন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জামায়াতপন্থী আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ফরম জমা দেয়ার উদ্দেশে বের হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী জামায়াতপন্থী আইনজীবীদের পথরোধ করেন এবং হামলা শুরু করেন। এ সময় জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা শাখা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন শিকদার, বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলার আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান ও বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ আহত হন। পরে আহতদের উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামী পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ অভিযোগ করে বলেন, কোর্ট শেষে নির্বাচনী ফরম জমা দিতে গেলে অ্যাডভোকেট শরীফ সালাউদ্দিনের নেতৃত্বে অ্যাড. মাহবুবুর রহমান সুজন, আরিফুর রহমান রিয়াজ ও আবুল কালাম আজাদের(জাসদ) নেতৃত্বে হামলা করে ফরম ও ফরম দাখিলের টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত বিএনপিপন্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান সুজন বলেন, ডিটেইলস জানাতে আপনাকে (প্রতিবেদককে) ১০/২০ মিনিট পরে ফোন দেব। তবে পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেনি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp