বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে নদীতে মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ার রাবনাবাদ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছয় জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাই খাল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বেশির ভাগ মানুষের প্রধান জীবিকা রাবনাবাদ নদীতে মাছ ধরা। তবে ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীর বিশাল এলাকাজুড়ে খুটা জাল পেতে রাখেন। এতে দীর্ঘদিন ধরে অন্য জেলেরা মাছ ধরতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের যাওয়ার সময় রামাইখাল এলাকায় জেলেরা তাদের আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্বপন খানকে আঘাত করা হয়। পরে কোনো রকমে তারা সটকে পড়েন।

তারা জানান, বিষয়টি নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় বসে ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার তিন নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করা হয়। পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি সমাধানে ঘটনাস্থলে পৌঁছলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষদলের সাধারণ ফয়সাল মুন্সী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp