পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর গলাচিপায় সংরক্ষিত বন অবৈধভাবে দখল করে গাছ কেটে সড়ক নির্মাণ করায় বনবিভাগের করা মামলায় চরবিশ্বাস ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৫ জানুয়ারি) আসামিরা গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক মামুনুর রহমান তাদের মধ্যে রেনু আক্তার নামে এক নারী আসামিকে জামিন দিয়ে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বনবিভাগের গলাচিপা উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৭ নভেম্বর চরবিশ্বাস গ্রামে সৃজিত বনের গাছ কাটার অপরাধে চর আগস্তি ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. আবদুল হাই বাদী হয়ে মামলা করেন।
মামলার আসামিরা হলেন, দক্ষিণ চরবিশ্বাস গ্রামের শাহিন (৩৫), রিপন প্যাদা (৪০), জামাল প্যাদা (৩৫), মন্নান মাতুব্বর (৪৫), জাকির হোসেন (৫৫), কাওছার (২৫), মাহাবুব প্যাদা (৫৫), দেলোয়ার হোসেন (৫৫), রেনু আক্তার (৪৫) ও আনোয়ার মৃধা (৫০)। এছাড়া আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছিল।
এ মামলায় রোববার জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠান।