বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৫ই মার্চ) সকাল ১০টায় পটুয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোঃ শফিউল আলম।

সিভিল সার্জন ডা. মোঃ খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোঃ আরিফিন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডা. মোঃ লোকমান হাকিম, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ পটুয়াখালী স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

ক্যাম্পেইনে জেলায় ২ লক্ষ ৫১ হাজার ৯৮৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৯৭৩ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ১৩ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

জেলার ১টি পৌরসভা ৭টি উপজেলার ৬টি স্থায়ী কেন্দ্রীসহ ৭৪ টি ইউনিয়নের ২৩১ টি ওয়ার্ড এর মধ্যে মোট ১৮২৮ টি টিকাদান কেন্দ্র তৈরি করা হয়েছে। এরমধ্যে দুর্গম ও অতি দুর্গম অঞ্চলের জন্য অতিরিক্ত ৫১ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম সারির সুপারভাইজার ২৩১ জন এবং মাঠ পর্যায়ের ২ হাজার ৬৯ জন কর্মী ছাড়াও ৩ হাজার ৩৮৩ স্বেচ্ছাসেবক এ কাজে দায়িত্ব পালন করছেন।

‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন শেষে যুগ্ম সচিব মোঃ শফিউল আলমকে সঙ্গে নিয়ে সিভিল সার্জন ডা. মোঃ খালেদুর রহমান মিয়া জেলার বিভিন্ন স্থানের টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp