বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে রেস্তোরাঁয় ঢুকে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর হাত-পায়ের রগ কর্তন

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় মো.হালিম হাওলাদার (৪৫) নামের এক ব্যবসায়ি গুরুতর জখম হয়েছে। তারা বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারত্মক জখম করা হয়েছে।

বুধবার রাত ৯ টার দিকে উপজেলার মৎস্য বন্দর আলীপুরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মো.হালিম হাওলাদারের ছোটভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে শাহীন হাওলাদারকে প্রধান আসামী করে ৬ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিম হাওলাদার আলীপুর বন্দরে একজন ব্যবসায়ী। সে একটি রেস্তরাঁয় বসে নাস্তা খাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা হাতে চাপাতি নিয়ে রেস্তোরাঁয় প্রবেশ করে ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে বাম হাত ও ডান পায়ের রগ কেটে দিয়ে দ্র‍ুত সটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

মহিপুর থানার ওসি মো.ফেরদাউস আলম খান জানান, এ ঘটনায় ৬ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp