বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালী কলাপাড়া উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ৯ টার দিকে চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বসতঘর থেকে গলায় ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মনিরা আক্তার (১২) মনিরা আক্তার চালিতাবুনিয়া গ্রামের সবুজ মোল্লার মেয়ে। মনিরা নোমরহাট পিঅ্যান্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পাশের গ্রামে নানা বাড়িতে যায়। পরে বিকালে এক প্রতিবেশি নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, মনিরা আক্তারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে। যদি ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই মামলা হবে।

এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp