বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি ::: পটুয়াখালীর মহিপুরে ৯০০ ইয়াবাসহ আল-আমিন খলিফা (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আল-আমিন একই এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে এবং ওই এলাকার মাদকের মূলহোতা হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আল-আমিন খলিফাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp