বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পদকে চোখ রেখে চীনে জ্যোতিরা, রাতে ঐতিহাসিক যাত্রা সাবিনাদের

অনলাইন ডেস্ক ::: এশিয়ান গেমসে কাবাডির বাইরে দলীয় পদক এসেছে কেবল ক্রিকেটে। ২০১০ সালে গুয়াংজু থেকে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে যোগ হয়েছে ক্রিকেট। স্বর্ণ জিতে প্রথম আসরই রাঙিয়েছিল পুরুষ ক্রিকেট দল, রৌপ্য জিতেছিল নারী ক্রিকেট দল।

এর পর তিন আসরের মধ্যে ২০১৮ সালে ক্রিকেট ছিল না। তার আগে ২০১৪ সালে কেরিয়ার ইনচনে অনুষ্ঠিত আসরে মেয়েরা রৌপ্য ধরে রাখলেও পুরুষ দল স্বর্ণ হারিয়ে ঘরে ফিরেছিল ব্রোঞ্জ নিয়ে। এক আসর বাদে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়ায় আবার পদকের আশা বাংলাদেশের।

পরপর দুই আসরে রৌপ্য। নারী ক্রিকেট দল স্বর্ণের প্রত্যাশা করতেই পারে। সেই আশা নিয়েই নারী ক্রিকেটরা এখন চীনে। রোববার রাতে তারা ঢাকা ত্যাগ করে সোমবার দুপুরে গেমসের শহর হাংজুতে পৌঁছেছে নিগার সুলতানা জ্যোতিরা।

নারী ক্রিকেটে বাংলাদেশ খেলবে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। বাংলাদেশের ম্যাচ ২২ সেপ্টেম্বর। প্রতিপক্ষ কারা জানা যাবে ১৯ ও ২০ সেপ্টেম্বর কোয়ালিফায়ার পর্ব শেষে।

এই প্রথম এশিয়ান গেমসে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনাদের জন্য ঐতিহাসিক এই গেমস। ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে অভিষেক ম্যাচ নারী ফুটবল দলের। আজ (সোমবার) রাতে গেমসে অংশ নিতে ঐতিহাসিক যাত্রা শুরু করবে সাবিনা-মারিয়া মান্ডারা।

পুরুষ ফুটবল দল দিয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের চীনে যাওয়া শুরু হয়েছে। রহমত মিয়ারা চীনের হাংজু পৌঁছেছে শনিবার। আমেরিকা প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস রোববার চীনে পৌঁছেছেন, সোমবার গেছে নারী ক্রিকেট দল। রাতে নারী ফুটবল দল ছাড়াও চীনের ফ্লাইট ধরবে জাতীয় হকি দল এবং শ্যুটিং দল।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp