বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পাকিস্তানে করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি ইতালি ফেরত কয়েদি

অনলাইন ডেস্ক :: পাকিস্তানে আসার আগে করোনায় আক্রান্ত ওই ব্যক্তি ইতালিতে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

দেশটির কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা বাংলা। গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি হচ্ছে কারাবন্দি এক ব্যক্তি। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানে আসার আগে ওই ব্যক্তি ইতালিতে মাদকদ্রব্য চোরাচালনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

পাকিস্তানে তাকে লাহোর কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়। এই কারাগারে প্রায় সাড়ে ৩ হাজার বন্দি রয়েছে।

লাহোর জেনারেল হাসপাতালের এক কর্মকর্তা গণমাধ্যমটিকে জানান, করোনায় আক্রান্ত কয়েদিকে দ্রুত চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তবে, কারাগারের কতজন বন্দি এবং কোন কোন কর্মকর্তারা ওই কয়েদির সংস্পর্শে এসেছেন তা নিশ্চিত নয়। এছাড়া, কয়েদিদের করোনাভাইরাসের পরীক্ষা না করা পর্যন্ত তাদের অন্য কোথাও যাতে না নেয়া হয় জেল কর্তৃপক্ষকে সে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, এরইমধ্যে পাকিস্তানের কারাগারগুলোকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পাকিস্তানের কারাগারগুলোতে বর্তমানে ৭৭ হাজারের বেশি বন্দি রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp