পাথরঘাটা প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজের দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. হেমায়েত উদ্দিন নামে এক ব্যবসায়ী মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হেমায়েত উদ্দিন পাথরঘাটা পৌর শহরে ইলেকট্রনিকের ব্যবসা করতেন।
তার শ্যালক ইসমাইল হোসেন বলেন, হেমায়েত জোহরের নামাজ পড়ে বাসায় গিয়ে দোতলার ছাদ ঢালাইয়ের কাজ দেখতে ওঠেন। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারে ছোঁয়া লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে ছাদ থেকে রাস্তায় পরে গুরুতর আহত হন। এ অবস্থায় হেমায়েতকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হেনা জানান, জরুরি বিভাগে চিকিৎসা শুরুর পরপরই তার মৃত্যু হয়।