বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন সাংবাদিক শিরিনা আফরোজ

নিজস্ব প্রতিনিধি ::: জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা কমিটির চেয়ারম্যান হলেন সাংবাদিক শিরিনা আফরোজ। গত রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের এক প্রজ্ঞাপনে ৫ সদস্যের নতুন এ কমিটির সদস্যদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়। এতে চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব দেয়া হয় সাংবাদিক শিরিনা আফরোজকে।

এ কমিটির সদস্য হলেন, সমাজ সেবী দোলা গুহো, শাহনাজ পারভীন শানু, শেখ ইরানী, শাহরিয়ার ফেরদৌস রুনা।

কমিটির মনোনীত চেয়ারম্যান ও সদস্য গণ প্রজ্ঞাপন প্রকাশের পর থেকে আগামী দুই বছরের জন্য স্বীয় দ্বায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ এর স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়।

এ ব্যাপারে শিরিনা আফরোজ বলেন, এ সংক্রান্ত আদেশ সংশ্লিষ্ট মন্ত্রনালয় হতে আমি পেয়েছি। যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবো। পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম মহোদয়কে ধন্যবাদ জানাই যে তিনি এই সম্মানজনক দায়িত্বে আমাদেরকে যোগ্য মনে করেছেন।

এর আগে মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী রুহিয়া বেগম হাসি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp