বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, মূলহোতা আটক

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা কালাম ফরাজিকে আটক করেছে র‌্যাব-৮। ঘটনার দিন থেকে আত্মগোপনে থাকা কালাম ফরাজি শনিবার (১৮ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে র‌্যাব-৮-এর হাতে গ্রেফতার করা হন।

কালাম ভান্ডারিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।

এর আগে ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের হারুন জমাদ্দারের ছেলে মো. সুমন জমাদ্দারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততা খুঁজে পায় র‌্যাব। এরপর থেকে তাকে খুঁজছিল র‌্যাব-৮।

ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানা যায়, প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়িতে পৌঁছালে ওত পেতে থাকা চার-পাঁচ জনের একদল দুর্বৃত্ত সুমনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। পরে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তিনি একজনকে জাপটে ধরলে অন্য ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তখন সুমনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারী রাব্বি হাওলাদার ও তায়েব হাওলাদারকে আটক করে। পরে রাব্বি হাওলাদারের কল লিস্ট চেক করে ছিনতাইয়ের মূল হোতা কালাম ফরাজির নাম সামনে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজির হোসেন জানান, ছিনতাইয়ের সময় রাব্বি হাওলাদার আটক হলে তার কল লিস্ট পর্যালোচনা করে এই ঘটনায় কালাম ফরাজির সম্পৃক্ততা পাওয়া যায়। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে র‌্যাব-৮ তাকে আটক করে থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp