বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব মাসুদসহ কারাগারে ২ নেতা

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নাজিরপুরের বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ ২ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অন্য আর একজন হলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান তুষার।

সোমবার (১৩ মে) ওই মামলায় জেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাহিদ নেওয়াজ এর আদালতে জামিন শুনানির জন্য হাজির হন। শুনানি শেষে বিচারক তাদের ২ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এ্যাড. খায়রুল বাশার শামীম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব অহিদুজ্জামান লাভলু গাজীসহ অসংখ্য নেতা-কর্মী কোর্টে উপস্থিত ছিলেন।

আসামিদের পক্ষের আইনজীবী মামলাটি একটি সাজানো বানোয়াট মিথ্যা দাবি করে বলেন, ওই মামলাটিতে আসামিরা মহামান্য হাইকোর্টের জামিনে রয়েছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাজানো ও মিথ্যা এ মামলাটি সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি ঘোষণা করার পর ঢাকা থেকে নেতাকর্মীরা পিরোজপুরে ফেরার পথে নাজিরপুরে প্রবেশ করলে উপজেলা সদরে আগে থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগের একটি গ্রুপ ঐ বহরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে তাতে প্রায় ১২-১৫ জন নেতাকর্মীকে আহত করে। পরবর্তীতে নিজেদের অপরাধ ঢাকতে নাজিরপুর থানায় একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp