বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পুলিশের কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

অনলাইন ডেস্ক ::: নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্বজনেরা। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম ছাব্বির শেখ (২৫)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়িতে ফিরছিলেন কলেজশিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার অভিযোগে আটজনের নামে আদালতে আবেদন করেন মা তানিয়া সুলতানা। ২ ডিসেম্বর আদালত আবেদনটি হত্যা মামলা হিসেবে নিতে কালিয়া থানাকে নির্দেশ দেন।

গতকাল সন্ধ্যার দিকে কালিয়া থানা–পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বিরকে গ্রেপ্তার করে। তাঁকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথ আটকে ছিনিয়ে নিয়ে যান স্বজনেরা।

কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া ওই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে গত ২৩ নভেম্বর নড়াইল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকায় চার মামলার আসামি বিল্লাল শেখকে (৫০) হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছিলেন স্বজনেরা। পরে ৬ ডিসেম্বর গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp