অনলাইন ডেস্ক ::: পিএসএলের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা। আর তাই নতুন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই প্রোটিয়া এই স্পিনারকে পাওয়া যাবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মালিক মিজানুর রহমান। কেশব মহারাজ ছাড়াও আরও দুই ক্যারিবিয়ান ক্রিকেটার যোগ দেবেন বরিশালে। পেস বোলিং অলরাউন্ডার ওবায়েদ ম্যাকাই এবং ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স যোগ দেবেন দলটিতে।
চলমান বিপিএলে ৭ ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। যেখানে ৩ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছে তামিম ইকবালের দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।