পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি ::: বরগুনার পাথরঘাটা উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. দেলোয়ার হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২) রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
দেলোয়ার কাঁঠালতলী গ্রামের মৃত ছফদের আলীর ছেলে।
জানা গেছে, রাতে নিজের বাগানে আম পাড়তে গাছে ওঠেন দেলোয়ার। গাছে ওঠার কিছুক্ষণ পরেই নিচে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, শুনেছি আম গাছ থেকে পড়ে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে।