বরগুনা প্রতিনিধি :: বরগুনা পৌরসভার শিপেরখাল থেকে গাঁজা সেবনকালে পাঁচজনকে আটক করেছেন গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে জসীম, জলিল খানের ছেলে নাঈম খান, আইয়ুব মোল্লার ছেলে বাবলু মোল্লা, চাঁন মিয়ার ছেলে ইব্রাহিম ও রাজ্জাক হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার।
তাদেরকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বরগুনা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খন্দকার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম দিয়ে গাঁজা খাওয়ার আসর থেকে পাঁচজনকে হাতেনাতে আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।