বরগুনা প্রতিনিধি ::: বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে ডিসি, এসপি ও একজন সমাজসেবা অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার ১৪ বছর বয়সী বড় বোনকেও নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) এ আদেশ দেওয়া হয়েছে।
বরগুনা পৌর এলাকার ওই পরিবারটি বলছে, ৪ মার্চ বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণিপড়ুয়া কিশোরীকে (১৪) এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে। এরপর তাকে ধর্ষণ করা হয়। পরের দিন সকালে ওই কিশোরীকে স্থানীয় পার্কে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কিশোরীর বাবা (৩৭) ওই দিন রাতেই বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপে তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই বাদীকে হত্যা করা হয়েছে।