আমতলী, বরগুনা (প্রতিনিধি) ::: বরগুনার আমতলীতে এক বিধোবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আমতলী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়- উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মোঃ রফিক আকন (৫৫) একই গ্রামের মৃত জলিল চৌকিদারের বিধবা স্ত্রীকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে আসছে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে বলে লিখিত এজাহারে উল্লেখ করেন বিধোবা নারীর পুত্রবধূ মোসাঃ ঝুমুর আক্তার।
ঝুমুর আক্তার আরো জানান- ১৪ জানুয়ারী দিবাগত রাতে বিধবা রুশিয়া বেগমের জানালার কাঠের শিক ভেংগে ঘরে ঢুকে জোড়পূর্বক রুশিয়াকে( ৫০) ধর্ষণ করে। এসময় রুশিয়া বেগম ডাক চিৎকার দিলে লোকজন জড়ো হলে মোঃ রফিক আকন পালিয়ে যায়। মোঃ রফিক আকনকে স্থানীরা রুশিয়াকে বিয়ে করার প্রস্তাব দিলে রফিক আকন সে প্রস্তাব নাকচ করে দেয় এবং উপর্যুপরী খুন জখমের হুমকী দেয়। বিষয়টি নিয়ে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. এম মিজানুর রহমানের কাছে জানাতে চাইলে তিনি বলেন- লিখিত অভিযোগ পেয়েছি, আমতলি থানার এস,আই মো: মিলন মিয়াকে তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে ।
এ ব্যাপারে মো: রফিক আকনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।