বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরগুনায় ৪ জেলের অর্থদণ্ড, একটি ট্রলার নিলামে বিক্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধি :::: অবৈধ জাল ও অবাধে মাছ শিকারের অপরাধে চার জেলেকে সাড়ে ৯ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই সাথে জব্দকৃত দুইটি বেহেন্তি জাল ও ৭ হাজার মিচার অবৈধ জাল পুড়িয়ে ফেলা এবং একটি ইঞ্জিনচালিত ট্রলার ১২ হাজার টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

রোববার (১৯ মার্চ) দুপুরে আমতলী লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান এ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। ।

জানা গেছে, পায়রা নদীতে অবৈধ জাল ও অবাদে মাছ শিকার বন্ধে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার রোববার সকালে আমতলীর পায়রা নদীতে অভিযান চালায়। এ অভিযানে দুইটি বেহেন্তি জাল, ৭ হাজার মিটার অবৈধ জাল ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ শহীদ মুন্সি, আনোয়ার গাজী, মেহেদী হাসান ও শাহীন নামে ৪ জেলেকে আটক করা হয়। পরে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় ৪ জেলেকে সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। একই সাথে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলার আদেশ দেন এবং ট্রলার ১২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, মৎস্য সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫ এর ১ ধারায় ৪ জেলেকে সাড়ে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে অভিযানে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা এবং একটি ট্রলার নিলামে বিক্রি করা হয়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp